বাংলাদেশের খবর

আপডেট : ১১ November ২০১৮

বিরামপুরের ব্যবসায়ীর চারদিন পর খন্ডিত মাথা উদ্ধার!

বিরামপুরে নুরুজ্জামান পুশির খন্ডিত মাথা উদ্ধার ও খুনিদের ফাঁসির দাবিতে আজ মানববন্ধন করা হয় বাংলাদেশের খবর


বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি



জেলার বিরামপুর পৌর শহরের বিশিষ্ঠ কাঠ ব্যবসায়ী নূরুজ্জামান পুশি (৪০) কে গলা কেটে হত্যার চার দিন পর আজ রবিবার দুপুরে নিহতের খন্ডিত মস্তক উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অভিযোগে গত বৃহস্পতিবার রফিকুল (৪০) নামের আরেক কাঠ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

এদিকে, গত চার দিন ধরে পুলিশের ব্যাপক অনুসন্ধানের পরও খন্ডিত মস্তক না পেয়ে নিহতের মহল্লার বাসিন্দারা আজ রবিবার বিরামপুর ঢাকা মোড়ে দিনাজপুর ঢাকা মহা সড়কে মানব বন্ধন করেন। এসময় খন্ডিত মস্তক উদ্ধারের খবর পেয়ে মানববন্ধন সমাপ্ত করা হয়।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মনির জানান, রবিবার তার নেতৃত্বে বিরামপুর থানা থেকে ১২ জনের একটি পুলিশ দল ও নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত রায়সহ পুলিশের যৌথ অভিযানে নবাবগঞ্জ উপজেলার মধ্যমাগুড়া গ্রামের অপর একটি ধান ক্ষেত থেকে রবিবার (১১ নভেঃ) দুপুরে নিহত নূরুজ্জামান পুশির খন্ডিত মস্তক উদ্ধার করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, কাঠ ব্যবসায়ী নূরুজ্জামান পুশি (৪০) গত বুধবার (৭ নভেঃ) বিকেলে ব্যবসায়ীক টাকা আদায়ের জন্য নবাবগঞ্জ উপজেলার মধ্যমাগুড়া গ্রামের রফিকুলের বাড়িতে যান।

এর আগে বৃহস্পতিবার বিকেলে নবাবগঞ্জ উপজেলার মধ্যমাগুড়া গ্রামের ধান ক্ষেত থেকে পুলিশ ওই ব্যবসায়ীর মস্তক বিহীন লাশ উদ্ধার করে। এ ঘটনায় নবাবগঞ্জ থানায় মামলা হয়েছে এবং হত্যাকারী সন্দেহে পুলিশ মধ্যমাগুড়া গ্রামের রফিকুলকে গ্রেফতার করে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১