বাংলাদেশের খবর

আপডেট : ১১ November ২০১৮

মধ্যরাতে সূর্যের আলোয় স্কি!

মধ্যরাতে সূর্যের আলোয় স্কি! ছবি : সংগৃহীত


গভীর রাত, চারদিক সুনসান। কোথাও কোনো কোলাহল নেই। তবে সূর্য ডোবেনি- মাথার ওপর জ্বলজ্বল করছে। এর মধ্যে খেলা যাবে স্কি। শুনতে অবাক লাগলেও এমন পরিবেশের দেখা মিলবে সুইডেনে। খবর এনডিটিভি। 

নরওয়ে-সুইডেন সীমান্তের কাছে পাহাড়ের ঢালে পাওয়া যাবে এই পরিবেশ। এঁকেবেঁকে এগিয়ে যাওয়া যায় বরফে ঢাকা পাহাড়ের ঢাল বাওয়া অসম্ভব মনে হলেও, কোনোভাবে সেখানে যেতে পারলে উপভোগ করা যাবে মধ্যরাতে সূর্যের উপস্থিতি। সুমেরু বৃত্তের কাছে অবস্থিত দেশগুলোয় সাধারণত গ্রীষ্মকালে সারারাত সূর্য দেখা যায়। বছরের ছয়মাস সূর্য অস্ত যায় না বলে নরওয়েকে বলা হয় নিশীথ সূর্যের দেশ। সুইডেনও তেমনই একটি দেশ। সেই সুযোগই কাজে লাগিয়েছেন দুই বন্ধু জসি লিন্ডব্লম ও প্যাট্রিক স্ট্রমসেন।

দুই দেশের সীমান্তের কাছে পাহাড়ের ঢালে ‘নিয়েকু মাউন্টেন ভিলা’ নামের স্কি লজ বানিয়েছেন তারা। মূলত অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য বানানো এই লজটি আগামী বছর মার্চ থেকে চালু হবে। তবে শুধু স্কি জানা লোকজনই সেখানে যাবে এমনটা নয়। স্কি না জানলেও চিন্তা নেই। সেখানে রয়েছে প্রশিক্ষণ দেওয়ার লোক। স্কির বদলে স্নো বোর্ড বা স্লেজে চড়েও ঘুরে বেড়াতে পারবেন পর্যটকরা। হোটেলটিতে মোট ১৪টি কামড়া রয়েছে।

সেখানে যেতে হলে সুইডেনের রাজধানী স্টকহোম থেকে আকাশপথে প্রথমে যেতে হবে কিরুনা। সেখান থেকে সড়কপথে ঘণ্টা দেড়েক। স্কি করা ছাড়াও পর্যটকদের জন্য রয়েছে সুস্বাদু খাবার, পানীয় এবং মিউজিকেরও ব্যবস্থা। সকালের নাস্তায় পাওয়া যাবে পেস্ট্রি, মুসলি, দই এবং ডিমের একাধিক পদ। দুপুরে থাকবে পিকনিকের ব্যবস্থা। হেলিকপ্টারে চড়ে পাহাড় দর্শন করা যাবে। বিমান ও গাড়ি ভাড়া বাদ দিয়ে এখানে তিন রাতের জন্য মাথাপিছু খরচ পড়বে ৩ লাখ ৪০ হাজার টাকা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১