বাংলাদেশের খবর

আপডেট : ১১ November ২০১৮

জর্ডানে বন্যায় ১১ জনের মৃত্যু

জর্ডানে প্রবল বর্ষণের ফলে বন্যায় ১১ জনের মৃত্যু হয়েছে ছবি : ইন্টারনেট


জর্ডানের একাধিক শহরে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় ১১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছে আরো বেশ কিছু মানুষ। গত শুক্রবার বন্যাকবলিত বিভিন্ন জেলা ও দেশটির প্রাচীন শহর পেত্রা থেকে পর্যটকসহ হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। খবর জর্ডান টাইমস ও বিবিসি।

নিহতদের মধ্যে ২ মহিলা ও এক কন্যা শিশু রয়েছে বলে দেশটির মিডিয়া অ্যাফেয়ার্স বিষয়কমন্ত্রী যমুনা ঘুনাইম্যাট এক বিবৃতিতে জানান। তারা আল যিজা জেলার দাবা অঞ্চলের বাসিন্দা। দাবা অঞ্চলটি দক্ষিণ আম্মান থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। বন্যার কারণে বিভিন্ন অঞ্চলের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১