আপডেট : ১১ November ২০১৮
দূষণের কবল থেকে রাজধানীর গুলশান লেককে রক্ষা করতে ১০ দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে গুলশান সোসাইটি। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সঙ্গে গুলশান সোসাইটির সম্পাদিত সমঝোতা চুক্তি অনুযায়ী গতকাল শনিবার লেকের নিকেতন এলাকা থেকে এ অভিযান শুরু হয়। পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে সকালে শহীদ ডা. ফজলে রাব্বি পার্কে সমাবেশের আয়োজন করা হয়। এতে বক্তারা গুলশান লেক অবৈধ দখল, ময়লা-বর্জ্য নিক্ষেপের প্রতিবাদ জানান। তারা লেকে দেওয়া সুয়ারেজ লাইনের সংযোগ অবিলম্বে বন্ধের দাবি জানান। এরপর গুলশান সোসাইটির সদস্যরা ছাড়াও গুলশানের বাসিন্দারা এবং ‘জুম বাংলাদেশ’র ২ শতাধিক স্বেচ্ছাসেবক লেকের পানিতে নেমে বর্জ্য ও ময়লা অপসারণ অভিযানে অংশ নেন। এ সময় তারা লেকপাড়ের অবৈধ স্থাপনাও উচ্ছেদ করেন। গুলশান সোসাইটির প্রেসিডেন্ট শাখাওয়াত আবু খায়ের মোহাম্মদ সমাবেশে সভাপতির বক্তব্যে বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রমের পর লেক স্থায়ীভাবে পরিষ্কার রাখার দায়িত্ব গুলশানবাসীর। রাজউকের গুলশান বনানী বারিধারা লেক উন্নয়ন প্রকল্পের পিডি আমিনুর রহমান সুমন বলেন, এ প্রথম দেশে লেক ব্যবহারকারী এবং সরকার যুগপৎভাবে পরিবেশ রক্ষায় লেক সংরক্ষণে কাজ করছে। পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে গুলশান সোসাইটি লেক কমিটির প্রধান ইভা রহমান, গুলশান সোসাইটির ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. এমএ হাসেম, ভাইস প্রেসিডেন্ট মাহিন খান প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১