বাংলাদেশের খবর

আপডেট : ১০ November ২০১৮

জোটবদ্ধ নির্বাচনের ইস্যুতে সময় চাইবে আ. লীগ : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংগৃহীত ছবি


জোটবদ্ধ নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনের কাছে আওয়ামী লীগ সময় চাইবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শনিবার সকালে ধানমন্ডিতে দলের মনোনয়ন ফরম বিক্রি ও জমা কার্যক্রম পরিদর্শন করে তিনি একথা বলেন। প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, কেউ বিদ্রোহী প্রার্থী হলে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।

এর আগে, সকাল দশটায় দ্বিতীয় দিনের মত শুরু হয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি ও জমা। সকাল থেকেই দেশের বিভিন্ন আসনের সম্ভাব্য প্রার্থীরা মনোনয়ন ফরম কিনতে ভিড় করেন ধানমন্ডিতে।

পাশাপাশি গতকাল শুক্রবার যারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারা অনেকেই আজ ফরম জমা দেন। ফরম বিক্রির প্রথম দিন গতকাল বিক্রি হয়েছে একহাজার সাত'শ মনোনয়ন ফরম। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল করা যাবে ১৯ নভেম্বর, যাচাই বাছাই প্রক্রিয়া ২২ নভেম্বর এবং প্রত্যাহারের শেষ সময় ২৯ নভেম্বর।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১