বাংলাদেশের খবর

আপডেট : ১০ November ২০১৮

হার দিয়ে শুরু বাংলাদেশের


আইসিসি নারী টি-টুয়েন্টি বিশ্বকাপে হার দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে টাইগ্রেসদের হারতে হয়েছে ৬০ রানের ব্যবধানে। টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১০৬ রান সংগ্রহ করে উইন্ডিজরা। জবাব দিতে নেমে মাত্র ৪৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

গায়ানায় নিজেদের প্রথম ম্যাচে টস জিতে স্বাগতিক উইন্ডিজকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। ম্যাচের তৃতীয় ওভারে জাহানারার জোড়া আঘাতে দলীয় ১৪ রানে দুই উইকেট হারায় ক্যারিবিয়ানরা।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তবে অধিনায়ক স্টেফানি টেইলর আর শেষদিকে নামা আকিরা নাইটের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় দলটি। টেইলরের সংগ্রহ ২৯ আর নাইট করেন ৩২ রান।

নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করে উইন্ডিজ নারীরা। জবাব দিতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশও। দলীয় ৬ রানে শামীমার বিদায়ের পর, একে একে সাজঘরে ফেরেন আয়েশা, জাহানার-পিংকিরাও। দলের বিপর্যয়ে হাল ধরতে পারেননি রোমানা-সানজিদারাও। ফলে মাত্র ৪৬ রানে অলআউট হতে হয় টাইগ্রেসদের।

৬ রানে ৫ উইকেট নেন ওয়েস্ট ইন্ডিজের দেবান্দ্রা ডোটিন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১