আপডেট : ১০ November ২০১৮
অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক দুর্বৃত্তের ছুরিকাঘাতে অন্তত একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিনজন। অস্ট্রেলিয়ার স্থানীয় সময় গতকাল শুক্রবার বিকালের দিকে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে পুলিশের গুলিতে হামলাকারীও আহত হয়। তাকে গ্রেফতার করা হয়েছে। ভিক্টোরিয়া পুলিশ জানিয়েছে, শুরুতে তাদের কর্মকর্তারা মেলবোর্নের প্রাণকেন্দ্রে বিকাল ৪টা ২০ মিনিটের দিকে একটি গাড়িতে আগুন দেওয়ার খবর পান। সেখানে গিয়ে এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গাড়িটি যখন পুড়ছিল তখন এক ব্যক্তিকে দেখা গেছে দুই পুলিশকে ছুরিকাঘাত করতে। পরে পুলিশের ছোড়া গুলিতে সে বিদ্ধ হয়। পুলিশ জানিয়েছে, হামলাকারীর অবস্থা গুরুতর। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জরুরি চিকিৎসা সহায়তাকারীরা জানিয়েছেন, ঘটনাস্থলে তারা তিনজন গুরুতর আহত ব্যক্তিকে শনাক্ত করেছেন। এর মধ্যে একজন গলায় আঘাতপ্রাপ্ত ছিল। মাথায় আঘাতপ্রাপ্ত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃতীয় আহতকেও হাসপাতালে নেওয়া হয়েছে। হামলার কারণ এখনো জানা যায়নি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১