আপডেট : ১০ November ২০১৮
অনু ইসলাম প্রেক্ষণবিন্দু সমুদ্রমুগ্ধ বালকের মতো দেখছি অখণ্ড- জীবন; তোমার রহস্যঘন রুদ্রনৃত্যের ছন্দ সম্প্রসারিত করে আগামীর সম্ভাবনা- প্রেক্ষণবিন্দু- তোমার কেন্দ্র হতে হাঁটছি অবিরাম আদিগন্ত ছুঁয়ে দেখার প্রলোভনে- জীবনপথ; এক গভীর যাত্রায় ঢুকে যাচ্ছে- অথচ তোমার শ্যামল উঠোন জুড়ে রক্ত-ঝরানোর উল্লাস দেখে স্তব্ধ হয়ে যাই! জীবন; কোথাও তুমি নিরাপদ নও! তামাশার-বল মাত্র- খণ্ড-খণ্ড জীবনভাষ্যের অখণ্ড এক প্রতিচ্ছবি অবশেষে— শূন্যে মিলিয়ে যাচ্ছ পুরনো বিন্দুতে! নীলাদ্রি দেব চোখ চোখ বুজে এলে অনেক বিক্ষোভ তেড়ে আসে মেললে, কিছু অন্ধ স্তাবক চোখ একজোড়া চোখ খোঁজে যারা এখনো জেগে আছে আতিক আজিজ বিষণ্ন দুপুর নরম গানের নিচে শুয়ে থাকে বিষণ্ন দুপুর টাকরায় বড়শিতে অনেক শব্দ আটকে থাকে না, পাখি ওড়াবো না, ঘুড়িও না মেঘলা দুপুর একা পড়ে থাকবে বারান্দায় কিশোরী মেয়েরা শুধু ছায়া মাড়িয়ে মাড়িয়ে ছায়া মাড়িয়ে মাড়িয়ে খেলতে খেলতে চলে যাবে পায়ের দাগও থাকবে না কোথাও। জালাল জয় রাজধানী বেঁচে আছি তাও বিশ্বাস হয় না ভুল ড্রাগস ক্রসে আইসিইউ’তে তুমুল চিৎকারে চারদিকে হাহাকার লগ ইন করো শুরু, আধুনিক ধিৎকার
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১