বাংলাদেশের খবর

আপডেট : ১০ November ২০১৮

যাত্রীর ছবি প্রকাশ করবে না উবার


যাত্রীর ছবি চালক প্রকাশ করতে পারবে না, এমন নিয়ম রেখে নতুন নীতিমালা কার্যকর করেছে রাইড শেয়ারিং কোম্পানি উবার। যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসে একজন চালক কর্তৃক যাত্রীদের কিছু ভিডিও প্রকাশের পর সমালোচনার মুখে এ নীতিমালা চালু করছে উবার।

উবারের একজন মুখপাত্র সংবাদমাধ্যম এপি-কে জানিয়েছেন, সেপ্টেম্বরের শেষের দিকে এ নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। নীতিমালায় বলা হয়েছে, একজন চালক নিরাপত্তার খাতিরে গাড়িতে ভিডিও ক্যামেরা কিংবা ড্যাশ ক্যামেরাসহ অন্যান্য রেকর্ডিং ডিভাইস ব্যবহার করতে পারবে। কিন্তু ধারণ করা এসব ভিডিও প্রকাশ করতে পারবে না কোনো চালক।

নীতিমালায় বলা হয়েছে, ‘কারো ছবি, অডিও কিংবা ভিডিও প্রকাশ এ নীতিমালার লঙ্ঘন এবং এর দায়ে অ্যাকাউন্ট বাতিল করা হতে পারে।’

এ নীতিমালা কার্যকর হওয়ার পর কিছু ব্যবহারকারীর ভিডিও প্রকাশের দায়ে একজন চালকের অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে বলেও জানিয়েছে উবার।

এ বছরের জুলাইয়ে জ্যাসন গার্গাক নামক একজন চালক যাত্রীর অনুমতি ছাড়াই ভিডিও ধারণ এবং তার টুইট অ্যাকাউন্টে প্রকাশ করায় উবার এবং অপর রাইড শেয়ারিং প্রতিষ্ঠান লিফট তার অ্যাকাউন্ট বাতিল করে। এ ঘটনার পরই ব্যক্তিগত গোপনীয়তার নীতিমালা পরিবর্তনের উদ্যোগ নেয় উবার।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১