আপডেট : ১০ November ২০১৮
স্বল্পমূল্যের নতুন মাউজ বাজারে এনেছে ওয়ালটন। ১০০০ ডিপিআই সমৃদ্ধ এই মাউজগুলোতে রয়েছে তিনটি করে বাটন। এগুলোতে ব্যবহূত হয়েছে সিএস৪৫৩৪ চিপসেট। ইউএসবি ক্যাবলের মাধ্যমে মাউজগুলো কম্পিউটার বা ল্যাপটপে সংযোগ দিয়ে দৈনন্দিন সব কাজই করা যাবে। ভিন্ন চারটি রঙে এ মাউজগুলো বাজারে ছাড়া হয়েছে। দাম নির্ধারণ করা হয়েছে ১৯৫ টাকা। মাউজটির বিষয়ে আরো জানা যাবে waltonbd.com ওয়েবসাইট থেকে। বিজ্ঞপ্তি
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১