আপডেট : ০৯ November ২০১৮
আসন্ন একাদশ সংসদ নির্বাচনে রংপুর-৬, পীরগঞ্জ আসন থেকে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আবারো আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করায় পীরগঞ্জ উপজেলা সদরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করা হয়েছে। আজ শুক্রবার নৌকার পক্ষে ভোট চেয়ে এবং স্পীকারকে শুভেচ্ছা জানিয়ে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ওই আনন্দ মিছিল করে। দলীয় সুত্রে জানা গেছে, রংপুর-৬, পীরগঞ্জ আসনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্বশুরবাড়ী। তিনি এখানে কয়েকবার আওয়ামী লীগ থেকে দলীয় প্রার্থী হয়েছেন। তিনি দ্বাদশ সংসদ নির্বাচনে আসনটিতে বিজয়ী হওয়ার পর উপ-নির্বাচনে জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি নির্বাচিত হন। আসন্ন একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে সরাসরি সংসদ প্রার্থী হিসেবে স্পীকার মনোনয়নপত্র সংগ্রহ করায় তাকে শুভেচ্ছা ও নৌকা মার্কায় ভোট চেয়ে উপজেলা আওয়ামী লীগ আনন্দ মিছিল করেছে। উল্লেখ্য, স্থানীয় আর কোনো প্রার্থী দলটি থেকে মনোনয়ন সংগ্রহ করবেন না বলে দলীয় সূত্রে জানা গেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১