আপডেট : ০৯ November ২০১৮
নওগাঁর আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে আছির আলী প্রামানিক (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের রাইপুর গ্রামে এ ঘটনা ঘটে। আছির আলী প্রামানিক উপজেলার রাইপুর গ্রামের মৃত তমিজ উদ্দিন প্রামানিকের ছেলে। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, আছির আলী শুক্রবার সকালে তার নিজ শয়ন কক্ষের নষ্ট হওয়া বিদ্যুৎ লাইন মেরামত করার জন্য কাজ করতে থাকে। কাজ করার এক পর্যায়ে হঠাৎ তিনি বিদ্যুতের তারে জড়িয়ে যান। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়। আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো:মোবারক হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১