বাংলাদেশের খবর

আপডেট : ০৯ November ২০১৮

কালিহাতীতে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

দুর্ঘটনায় দুমড়ানো সিএনজি ছবি : বাংলাদেশের খবর


টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া ১১ নং ব্রীজের কাছে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক সবুজসহ ৩ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর ৬ টার দিকে এই দুর্ঘটনাটি  ঘটে। চালকের পরিচয় জানা গেলেও বাকি দুইজনের পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন জানান, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী বাসের সাথে এলেঙ্গামী সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে সিএনজি চালক সবুজ নিহত হয়। এসময় সিএনজিতে থাকা আরো দুইযাত্রী গুরুতর আহত হয়। আহত দুজনের অবস্থা আশংঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ওই দুইজন মারা যায়। নিহত ওই দুইজনের পরিচয় জানা যায়নি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১