আপডেট : ০৮ November ২০১৮
নির্বাচন কমিশন সরকারের ইচ্ছায় একতরফাভাবে তফসিল ঘোষণা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সিইসির ভাষণের প্রতিক্রিয়ায় তিনি এ অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে তাতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। সরকারের ইচ্ছায় একতরফাভাবে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। এটা সুষ্ঠু নির্বাচনের পরিপন্থী। তিনি বলেন, ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে আমাদের বিস্তারিত প্রতিক্রিয়া জানাবো। এর আগে, আজ সন্ধ্যায় জাতীয় উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তফসিলে আগামী ২৩ ডিসেম্বর ভোটের দিন নির্ধারণ করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১