আপডেট : ০৮ November ২০১৮
বাগেরহাটের মোল্লাহাটে সড়ক দূর্ঘটনায় মোঃ রুবেল শেখ (৩০) নামের এক নির্মান শ্রমিক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ১৪ জন। বৃহস্পতিবার রাতে খুলনা- মাওয়া মহাসড়কের মোল্লাহাটের বোয়ালিয়া ব্রীজ এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত রুবেল শেখ মোল্লাহাট উপজেলার চরকান্দি গ্রামের মোস্ত শেখের ছেলে। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির ঘটনাস্থল থেকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রুপসী পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌছে রাস্তা পার হতে থাকা একটি নির্মান শ্রমিকবাহী নসিমনকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ১ জন নিহত হয়। এ সময় আরো ১৪ জন আহত হয়। আহতদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রেরণ করা হয়েছে। পুলিশ ঘাতক বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে তিনি জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১