আপডেট : ০৮ November ২০১৮
কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বিকেলে অগ্নিকাণ্ডের ওই ঘটনা ঘটে। কালিয়াকৈর বাজার কসিমউদ্দিন রোডে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয় বলে জানা গেছে। মুহুর্তের মধ্যে আগুন আশপাশের কয়েকটি গোডাউনে ছড়িয়ে পরে। তুলার মিল ও লেপ তুষকের গোডাউন এর মালিক হাসি ওরফে আবুল হাশেম বলেন, ‘আমার গোডাউনে থাকা মাল, তুলার মেশিন কোনো কিছুই বের করতে পারিনি’। পাশাপাশি থাকা অন্যান্য গোডাউনগুলোর মধ্যে কাদের ইলেক্ট্রিকের মালিক জয়নালের আই পি এস এর গোডাউন, ফেরদৌস এর ভাংগারি দোকানের গোডাউন , শ্যামল সাহা ও প্রসান্ত কুমার সরকারের হার্ডওয়ারের গোডাউন, নিপেন মনি দাসের বেকারির দোকানসহ আরো কয়েকটি গোডাউনের ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রন আনে। ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোঃ কবিরুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয় এবং এতে প্রায় ত্রিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১