বাংলাদেশের খবর

আপডেট : ০৮ November ২০১৮

নির্বাচনকালীন সরকার হতে পারে শুক্রবার : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংগৃহীত ছবি


আগামীকাল শুক্রবার নির্বাচনকালীন সরকার গঠন করা হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এমন তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেছেন, ‘পদত্যাগ করা টেকনোক্র্যাট মন্ত্রীদের জায়গায় নতুন কাউকে নিয়োগ দেওয়া হবে না। তবে এখনও পর্যন্ত তাদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি।’

আগামী নির্বাচনে আবার প্রার্থী হবেন কি-না এমন প্রশ্নে মুহিত বলেন, নির্বাচনে দাঁড়াবো না, ইটস মাই ডিসিশন। তবে আমি ডামি ক্যান্ডিডেট হিসেবে মনোয়ানয়ন পত্র সাবমিট করবো, যদি কোনও কারণে আমার ক্যান্ডিডেট যে হবে সে মিস করে যায় তাহলে আমাকে দাঁড়াতে হবে। এটা একটি রুটিন ব্যাপার।’ মুহিত বলেন, ‘আই ওয়ান্ট টু রিটায়ার্ড’।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১