আপডেট : ০৮ November ২০১৮
সিরাজদিখান (মুন্সীগঞ্জ ) প্রতিনিধি `বিজয় ফুল' আসরে ঢাকা বিভাগে ছোটদের অর্থাৎ `ক' গ্রুপে জাতীয় সঙ্গীতে চ্যাম্পিয়ন হয়েছে সিরাজদিখান উপজেলার ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। গত মঙ্গলবার ঢাকা আজিমপুর সরকারি গার্লস স্কুল এন্ড কলেজে বিভাগীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করে মুন্সীগঞ্জ জেলার চ্যামিপয়ন এই দল। তারা বিভাগের রাজধানী ঢাকাসহ অন্যান্য জেলার শক্তিশালী দলগুলোকে পরাজিত করে এই গৌরব অর্জন করেন। এরই মধ্য দিয়ে স্কুলটি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। তাই বিজয়ের মাসে জাতীয় পর্যায়ের আটটি বিভাগের সাথে লড়বে ঢাকা বিভাগের প্রতিনিধিত্বকারী এই স্কুলটি। দলটি বিজয়ী হওয়ায় সিরাজদিখানে আনন্দের বন্যা বয়ে যায়। সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার তানবীর মোহাম্মদ আজিম ক্ষুদে এই জাতীয় সঙ্গীত দলের সদস্যদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান এবং মিষ্টি মুখ করান। ইউএনও তানবীর মোহাম্মদ আজিম জানান, ঢাকা বিভাগের মর্যাদা যাতে রাখতে পারে গ্রামের এই স্কুলটি সে লক্ষে নীবিড় পরিচর্যাসহ শিল্পীদের সফলতায় সকল উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি দলটির উদ্যমী মনোভাব, যোগ্যতা, মেধা এবং চেষ্টার কথা তুলে ধরে আশাবাদ ব্যক্ত করে জানান, জাতীয় পর্যায়ে দলটি ভালো ফল নিয়ে আসতে পারবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১