আপডেট : ০৮ November ২০১৮
সাতক্ষীরা-৪ আসন থেকে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। সাতক্ষীরা প্রেসক্লাবে গতকাল বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে জেলা জাতীয় পার্টি এ কথা জানিয়েছে। এ উপলক্ষে এরশাদ সাতক্ষীরা সফর করবেন বলেও জানিয়েছে দলটি। সংবাদ সম্মেলনে জেলার জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন তার বক্তব্যে উল্লেখ করেন, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমীন হাওলাদার তাকে টেলিফোন করে এইচ এম এরশাদের এই আগ্রহের কথা ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, পার্টি চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালিগঞ্জের চারটি ইউনিয়ন) আসনে প্রার্থী হবেন বলে ঘোষণা দিয়েছেন। তার এই বার্তা সাতক্ষীরাসহ দেশবাসীকে জানিয়ে দেয়ার কথাও জানান তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১