বাংলাদেশের খবর

আপডেট : ০৮ November ২০১৮

শুনানি শেষে কারাগারে খালেদা জিয়া

বেগম খালেদা জিয়া সংরক্ষিত ছবি


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নাইকো দুর্নীতি মামলার শুনানি শেষে নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারের নির্ধারিত কক্ষে পাঠানো হয়েছে 

বৃহস্পতিবার দুপুর বারোটায় তাকে পুরানো ঢাকার নাজিমুদ্দিন রোডের কারাগারে এই মামলায় অভিযোগ গঠনের শুনানি ছিল।

কারাগার ভবনে ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাসে এ মামলার বিচার অনুষ্ঠিত হয়। 

মামলার সূত্রে জানা যায়, কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি সাধন ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় নাইকো দুর্নীতি মামলাটি দায়ের করেন। মামলা দায়ের করার পরের বছর ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারাদণ্ডের মেয়াদ পাঁচ বছর থেকে ১০ বছরে বাড়িয়েদেয় হাইকোর্ট।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১