আপডেট : ০৭ November ২০১৮
ঐক্যফ্রন্টে যোগদানের কারণে মিথ্যা মামলা দিয়ে আমার উপর চাপ সৃষ্টি করছে বলে মন্তব্য করেছে- বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাষ্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। বুধবার বিকালে আশুলিয়ার মির্জানগরে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবনে সংবাদ সম্মলনে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন, ‘যে দেশে দুই লোকের তিন দল, সে দেশে এরুপ ঐক্যফ্রন্ট হতে পারে সরকার তা কখনো চিন্তাও করেনি। যার ফলে ঐক্যফ্রন্ট হতে সরিয়ে দিতে আমার উপর এত চাপ সৃষ্টি করা হচ্ছে’। উল্লেখ্য যে, জমি দখল, চাঁদাবাজি, ভুক্তভোগীদের সংবাদ সম্মলনে হামলা ও হত্যার চেষ্ঠাসহ আশুলিয়া থানায় সমপ্রতি ডা. জাফরুল্লাহ চৌধুরী বিরুদ্ধে সাতটি মামলা দায়ের হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১