আপডেট : ০৭ November ২০১৮
রাজশাহীর অভিমুখে রোডমার্চ কর্মসূচি স্থগিত করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। আজ বুধবার সন্ধ্যায় গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন বিএনপির জেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, ঐক্যফ্রন্টের নেতারা আলোচনা করে কালকের রোড মার্চ কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন। তবে আগামী শুক্রবার রাজশাহীতে সমাবেশ হবে বলেও জানান তিনি। সূত্রে জানা গেছে, সংলাপ নিয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করবেন, এছাড়া সিইসি ভাষণ দেবেন। সেগুলো পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিতে রোড মার্চ স্থগিত করা হয়েছে। এর আগে, আজ বিকেলে বিকালে বেইলি রোডে কামাল হোসেনের বাড়িতে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কর্মসূচির ঘোষণা দিয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১