আপডেট : ০৭ November ২০১৮
পবিত্র আখেরী চাহার শোম্বা উদযাপন উপলক্ষে আজ বুধবার বাদ জোহর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ওয়াজ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‘পবিত্র আখেরী চাহার শোম্বার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নুরুল ইসলাম। দোয়া মাহফিল পরিচালনা করেন মণিপুর স্কুল অ্যান্ড কলেজ জামে মসজিদের খতিব মাওলানা জহিরুল ইসলাম (মোস্তাকীম হুজুর)। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মদ মহীউদ্দিন মজুমদার, মো. আনিসুর রহমান সরকার, ড. মোহাম্মদ হারুনুর রশীদসহ ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারিরা উপস্থিত ছিলেন। এছাড়া মাহফিলে সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। উল্লেখ্য, হিজরি সালের সফর মাসের শেষ বুধবার মুসলিম বিশ্বে অত্যন্ত মর্যাদাপূর্ণ স্মারক দিবস হিসেবে পবিত্র আখেরি চাহার শোম্বা পালিত হয়ে থাকে। এ উপলক্ষে আজ শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ ছিল। ইসলামের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনে আখেরি চাহার শোম্বা বিশেষভাবে উল্লেখযোগ্য। নবী করিম (সা.) ইন্তেকালের আগে এদিনে কিছুটা সুস্থতা বোধ করেছিলেন। ফারসি শব্দমালা ‘আখেরি চাহার শোম্বা’ অর্থ শেষ চতুর্থ বুধবার। রাসুলুল্লাহ (সা.) জীবনে শেষবারের মতো রোগমুক্তি লাভ করেন বলে দিনটিকে মুসলমানেরা প্রতিবছর ‘শুকরিয়া দিবস’ হিসেবে পালন করেন। তারা নফল ইবাদত-বন্দেগির মাধ্যমে দিবসটি অতিবাহিত করেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১