আপডেট : ০৭ November ২০১৮
পরিচালক বন্ধন বিশ্বাসের 'অফিসার রিটার্নস' ছবিতে অভিনয় করছেন চিত্রনায়ক নিরব। ছবিতে স্বাধীন মাহমুদ নামে ডেডিকেটেড পুলিশ অফিসার চরিত্রে অভিনয় করছেন তিনি। গত ১ নভেম্বর থেকে গাজীপুরের বিভিন্ন লোকেশনে ছবির প্রথম লটের চিত্রায়ণ হয়েছে। প্রথম লটের চিত্রায়ণে অংশ নিয়েছেন নিরব। আজ বুধবার নিজের ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন নিরব। ছবিতে পুলিশের স্পেশাল ফোর্সের পোশাকে দেখা গেছে নিরবকে। জানতে চাইলে নিরব বলেন, 'গল্পে পুলিশের স্পেশাল ফোর্সকে একটি অভিযানের দায়িত্ব দেওয়া হয়। সেই অভিযানের নেতৃত্ব দেয় অফিসার স্বাধীন। অফিসার চরিত্রটি খুব চ্যালেঞ্জিং আমার জন্য। প্রথম লটে আমরা বনের গভীরে শুটিং করেছি। বনের সুনসান জায়গায় শুটিং হয়েছে। কাজটি করে আমি বেশ তৃপ্ত। আমার বিশ্বাস ভালো একটি কাজ হবে।' এর আগে, চলতি বছর মে মাসে বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবে ‘অফিসার রিটার্নস’ছবির মহরত অনুষ্ঠিত হয়েছিল। ছবিতে নিরবের বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়িকা জলি। এছাড়াও বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন আলেক জান্ডার বো, ড্যানি সিডাক, ডন প্রমুখ।নিরব জানান, প্রথম লটের চিত্রায়ণ এরই মধ্যে শেষ হয়েছে। খুব শিগগিরই দ্বিতীয় লটের চিত্রায়ণ শুরু হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১