আপডেট : ০৭ November ২০১৮
এভাবেও যে ফিরে আসা যায় সেটা দেখিয়ে দিল ডেমোক্র্যাটরা। প্রেসিডেন্ট নির্বাচনের দু’বছরের মাথায় মঙ্গলবার আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন ছিল। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তারা। ফিরে পেয়েছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের দখল। রয়টার্স জানায়, ওই দিন ভোট হয়েছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের ৪৩৫ আসনে। এখনো পর্যন্ত ৪১১ আসনের ফলাফল প্রকাশিত হয়েছে। ইতিমধ্যেই ২১৮টি আসনে জয়লাভ করেছে ডেমোক্র্যাট প্রার্থীরা। ৫০.১ শতাংশ ভোট পেয়েছে তারা। এতদিন রিপাবলিকানদের দখলে থাকা ২৩টি আসনের মধ্যে ১৪টি আসনও তাদের দখলে গিয়েছে। রিপাবলিকানরা জয়ী হয়েছে ১৯৩টি আসনে। তাদের প্রাপ্ত ভোট ৪৪.৪ শতাংশ। বাকি রয়েছে ২৪টি আসনের গণনা। এর সব কয়টি আসনে জিতলেও হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের দখল ফিরে পাওয়ার আশা নেই। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছিল রিপাবলিকানরা। তাই মধ্যবর্তী নির্বাচনের ফলাফল ডেমোক্র্যাটদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর এবার আয়কর রিটার্ন জমাসহ ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একাধিক অভিযোগের তদন্ত শুরু করাতে পারে তারা। তদন্তের নির্দেশ দিতে পারে প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়েও। মেক্সিকো সীমান্তে দেওয়াল গাঁথার পরিকল্পনাও ভেস্তে যেতে পারে ট্রাম্পের। অভিযোগ প্রমাণিত হলে তার অপসারণের দাবিও তুলতে পারেন ডেমোক্র্যাটরা। যদিও মার্কিন সিনেট রিপাবলিকানদের দখলে রয়েছে। ১০০টির মধ্যে এখনো পর্যন্ত ৯৫টি আাসনের ফলাফল ঘোষিত হয়েছে। যার মধ্যে ৫১টিতে জয়ী হয়েছে তারা। ৪২টিতে জয়ী হয়েছেন ডেমোক্র্যাটরা। ২টি গিয়েছে স্বতন্ত্র প্রার্থীদের দখলে। তবে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে এই জয় কাজে আসবে না বলে ধারণা রাজনৈতিক বিশেষজ্ঞদের।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১