আপডেট : ০৭ November ২০১৮
নাগেশ্বরীতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শোভাযাত্রা করেছে জাতীয় পার্টি। এতে অংশগ্রহন করে ২ হাজার ৫ শত মোটরসাইকেল, পিকআপ, মাইক্রোবাস, জেএসসহ বিভিন্ন যানবাহনে প্রায় ১০ হাজার মানুষ। আজ বুধবার দুপুরে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) আসনের সাংসদ এ.কে.এম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে নাগেশ্বরী-কুড়িগ্রাম সীমান্ত ভিতরবন্দ চন্ডীপুর থেকে এ শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি কেবি সড়ক হয়ে ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গায় গিয়ে শেষ হয়। এ সময় নাগেশ্বরী বাসষ্ট্যান্ডে দলীয় কার্যালয়ের সামনে ও ধলডাঙ্গা স্কুল মাঠে পথসভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন সাংসদ এ.কে.এম মোস্তাফিজুর রহমান, ভূরুঙ্গামারী উপজেলা জাতীয়পার্টি সভাপতি আব্দুল আজিজ, সাধারন সম্পাদক ওয়াহিদুজ্জামান, নাগেশ্বরী উপজেলা জাতীয়পার্টি সভাপতি মেয়র আব্দুর রহমান, সাধারন সম্পাদক আ.ম.প আনিছুর রহমান, রাশেদুন্নবী লালু, শাহআলম, অধ্যক্ষ হাফিজুর রহমান মন্ডল, আমজাদ হোসেন প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১