বাংলাদেশের খবর

আপডেট : ০৭ November ২০১৮

পলক হাসানের ‘ময়নারে’


‘ময়নারে’ শিরোনামের নতুন একটি গানের মিউজিক ভিডিও নিয়ে আসছেন কণ্ঠশিল্পী পলক হাসান। গানের কথা লিখেছেন এমদাদ সুমন। সুর ও সঙ্গীতায়োজন করেছেন অরণ্য আকোন। গানের ভিডিওতে মডেল হয়েছেন সাকিলা ও আনান।

পলক হাসান বলেন, ‘ময়নারে গানটির কথা ও সুর সবার মন ছুঁয়ে যাবে আশা করছি। গানের কথার সঙ্গে সমন্বয় করে আমি মিউজিক ভিডিওটি নির্মাণ করেছি। আমার বিশ্বাস দর্শক-শ্রোতা নতুন কিছুর সঙ্গে পরিচিত হবেন। এ সময় শ্রোতাদের কথা ভেবেই গান করতে হয়। সময় উপযোগী কিছু না হলে সেটি না করায় উত্তম আমি মনে করি।’ ‘ময়নারে’ গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছে সিডি চয়েস মিউজিক টিম। খুব শিগগির সিডি চয়েসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে গানটি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১