বাংলাদেশের খবর

আপডেট : ০৭ November ২০১৮

ইসির সঙ্গে সংলাপে সম্মিলিত জাতীয় জোট

নির্বাচন ভবন, আগারগাঁও ছবি : তানভীর আহমেদ সিদ্দিকী


সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে সম্মিলিত জাতীয় জোটের নেতারা নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছেন।

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সকাল সোয়া ১১টায় এ বৈঠক শুরু হয়।

এরশাদ ছাড়াও জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মুজিবুল হক চুন্নু, এমএ সাত্তার, দেলোয়ার হোসেন খান, সৈয়দ আবু হোসেন বাবলা, সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতি, আব্দুর সবুর আসুদ, মশিউর রহমান রাঙ্গা, শফিকুল ইসলাম সেন্টু, জোটের সদস্য- এমএ মোমেন, মাওলানা জালাল আহম্মেদ, আবু নাসের ওয়াহেদ ফারুক ও সেকেন্দার আলী বৈঠকে অংশ নিয়েছেন।

নির্বাচন কমিশনের পক্ষে রয়েছেন সিইসি কে এম নূরুল হুদাসহ অন্য চার কমিশনার ও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

এদিকে, বিকাল ৪টায় আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের ইসির সঙ্গে সংলাপের কথা রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১