বাংলাদেশের খবর

আপডেট : ০৭ November ২০১৮

ধান ক্ষেতে ইঁদুরের উপদ্র্রব

ধান ক্ষেতে ইঁদুরের উপদ্র্রব সংগৃহীত ছবি


কুমিল্লার চৌদ্দগ্রামে আমন ধান লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা বেশি হয়েছে। মাঠজুড়ে সবুজ ধানের দোলা, বিকালে কোথাও সবুজের মাঝে উঁকি দিচ্ছে রুপালি শিশির বিন্দু। বুকভরা আশা নিয়ে যখন কৃষক মাঠের ভালো ফলনের স্বপ্ন দেখছেন, ইঁদুরের উপদ্রবে সেই স্বপ্ন নিঃশেষ হতে যাচ্ছে। অন্য সময়ে ধানে পাক ধরলেই ইঁদুরের উপদ্রব দেখা দিলেও এবার কাঁচা ধানের গাছে ইঁদুরের আক্রমণ হয়েছে। কৃষকরা ইঁদুরের উৎপাত থেকে রেহাই পেতে ধান ক্ষেতে পলিথিনের বেড়া দিয়ে ইঁদুর আটকানোর চেষ্টা করছে। যদিও পলিথিনের বেড়া দিয়ে ইঁদুর আটকানো যাচ্ছে না বলে জানান পৌর এলাকার দক্ষিণ ফালগুনকরা গ্রামের কৃষক আবদুস সামাদ, বেলাল হোসেন, রুপ হোসেন, কৃষাণি পেয়ারা বেগম, আমেনা বেগম, উত্তর ফালগুনকরা গ্রামের কৃষক খলিল মজুমদার, শফিকুর রহমান মেম্বার ও তোফাজ্জল হোসেন।

সরেজমিন চৌদ্দগ্রাম পৌরসভার ফালগুনকরা মৌজায় ক্ষেতে গিয়ে দেখা যায়, অধিকাংশ জমিতে ইঁদুরে কেটে দেওয়া কাঁচা ধানগাছ পড়ে রয়েছে। কৃষকদের মধ্যে কেউ কেউ সেগুলো সরিয়ে ফেলছেন।

প্রতিবছরই ইঁদুর নিধন অভিযানে কৃষকদের সচেতন করা হয়। কিন্তু এবার ইঁদুর নিধন অভিযান সম্পর্কে উপজেলা কৃষি অফিস থেকে জানানো হয়নি বলে অভিযোগ করেছেন পৌরসভার ৬নং ওয়ার্ড কৃষি সমবায় সমিতির সভাপতি পেয়ার আহাম্মদ মোল্লা ও কোষাধ্যক্ষ কাজী আকতার। বাধ্য হয়ে তারা কৃষি বিষয়ে অভিজ্ঞদের সঙ্গে যোগাযোগ করেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১