আপডেট : ০৭ November ২০১৮
প্রয়োজনীয় উপকরণের অভাব, উন্নয়ন পদ্ধতি ও প্রশিক্ষণ সঙ্কটসহ পানচাষে কৃষিঋণের অভাবের কারণে ফুলবাড়িয়ার পানচাষিরা চরম দুর্ভোগের শিকার। উৎপাদন বিপর্যয়ের কারণেই স্থানীয় পান বাজারে মন্দাবস্তা চলছে। পানচাষিরাও এখন বিপাকে। এ কারণে গত এক দশকে ফুলবাড়িয়া উপজেলায় ৫০ ভাগ পানের বরজ হ্রাস পেয়েছে। এসব জমিতে চলছে বিকল্প চাষাবাদ। অথচ কৃষিবিদদের মতে, ফুলবাড়িয়ার মাটি ও পরিবেশ পানচাষের জন্য বিশেষ উপযোগী। ফুলবাড়িয়ার কমলাপুর পশ্চিম বুইধ্যার বাজার, পাঠুলি বাজার, বটতলায় শিবগঞ্জ পুরাতন বাজারে পানের কন্ট্রোল বসে। উপজেলার বৈলাযান, পাটুলি, মৌহতলা, কালারচর, চকবেরিবাড়ী, হরিরামবাড়ী, শিবপুর, গাড়াজান, বেড়িবাড়ী গ্রামে পানচাষের ব্যাপকতা রয়েছে। এক একর জমিতে পানের বরজ তৈরিতে খরচ হয় ৫ লাখ টাকা। ৪-৫ কাঠা জমিতে উৎপাদিত পান বাজারজাত করে একটি কৃষক পরিবার মোটামুটি চলতে পারে। বৈলাযান গ্রামের কৃষক নজরুল জানান, শুধু পানচাষ করে আর দিন চলে না। পাঁচক্রাউন পানের দর মাত্র ১০-১১ হাজার টাকা। পান বিক্রির এই হিসাবে পানচাষিরা লাভবান হন না। ফুলবাড়িয়ায় সাধারণত বাংলা পানের চাহিদাই বেশি। সাধারণ পানকেই বলা হয় বাংলা পান। এছাড়াও রয়েছে উন্নতমানের গাছপান, আচিপান, মিঠে পান, কপূর্ণ পান। পানচাষিরা জানান, পানচাষে বাঁশ ও পাটশলার প্রয়োজন ব্যাপক।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১