আপডেট : ০৬ November ২০১৮
দিনাজপুর জেলার হাকিমপুর থানায় নাশকতা মামলার পলাতক আসামি জামায়াতে ইসলামীর আলীহাট ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল মান্নানসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। হাকিমপুর থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন জানান, মো. রেজাউল করিমের (তদন্ত ) নেতৃতে মঙ্গলবার ভোরে পুলিশ হাকিমপুর থানার আলীহাট ইউনিয়ন ও বোয়ালদাড় ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতা মামলায় এজাহারভুক্ত পলাতক আসামি আলীহাট ইউপি জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ও কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত সোলায়মান আলী ছেলে আব্দুল মান্নান (৫৬) এবং জামায়াতের সক্রিয় সদস্য, বটতলী গ্রামের লুৎফর রহমানের ছেলে মোতালেব হোসেন (৩৫) উভয় থানা- হাকিমপুর জেলা- দিনাজপুরকে গ্রেফতার করা হয়।আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১