আপডেট : ০৬ November ২০১৮
আসন্ন একাদশ জাতীয় নির্বাচন নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে সময় চেয়ে চিঠি দিয়েছেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। আর প্রতিনিধি দল নিয়ে আলোচনার জন্য ৯ নভেম্বরের মধ্যে সময় চেয়ে সিইসিকে চিঠি দিয়েছেন বিকল্পধারার মহাসচিব মেজর অব. আবদুল মান্নান। আজ মঙ্গলবার সকালে প্রথমে রাষ্ট্রপতি ও পরে সিইসিকে চিঠি দুটি পৌঁছে দেন দলটির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক। বিকল্পধারার পক্ষ থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে। রাষ্ট্রপতির কাছে লেখা চিঠিতে বি. চৌধুরী বলেন, ‘যুক্তফ্রন্টের নেতৃবৃন্দ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার (রাষ্ট্রপতির) সঙ্গে আলোচনা করতে আগ্রহী।’ চিঠিতে তিনি আরও বলেন, ‘সংবিধান অনুসারে নির্বাচনের মূল পরিচালক নির্বাচন কমিশন। নির্বাচনকালীন নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে রাষ্ট্রপতির অধীনে ন্যস্ত। সেই হিসেবে নির্বাচন প্রক্রিয়া নিরপেক্ষ করার লক্ষ্যে আপনার মাধ্যমে নির্বাচন কমিশনের ক্ষমতা ও দায়িত্ব সম্পর্কে আলোচনা করতে চাই। ’ সময় সংক্ষিপ্ত সেজন্য আগামীকালের (বুধবার, ৭ নভেম্বর) মধ্যে সময় নির্ধারণের জন্য রাষ্ট্রপতির প্রতি অনুরোধ জানিয়েছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়। অন্যদিকে, সিইসির সঙ্গে আলোচনার জন্য সময় চেয়ে চিঠি দিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান। চিঠিতে মেজর (অব.) মান্নান একটি প্রতিনিধি দল নিয়ে নির্বাচন ইস্যুতে সিইসির সঙ্গে আলোচনার জন্য আগামী শুক্রবারের (৯ নভেম্বর) মধ্যে সময় চেয়েছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১