আপডেট : ০৬ November ২০১৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে গণভবনে গতকাল সোমবার রাতে সংলাপ করেছেন জাতীয় জোটের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে জাপা ও জোটের সদস্যরা। সংলাপের তৃতীয় রাতে জাতীয় জোটের আগে জাতীয় ঐক্যফ্রন্ট, ১৪ দলের সঙ্গে সংলাপ হয় প্রধানমন্ত্রীর। সংলাপ শেষে বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে ফিরে সংবাদ সম্মেলন করেন দলটির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, সম্মিলিত জাতীয় জোটের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ অত্যন্ত সফল হয়েছে। তিনি বলেন, আলোচনা অত্যন্ত সন্তোষজনক। সংলাপে আট দফা প্রস্তাবনা তুলে ধরেন তিনি। জাপা মহাসচিব বলেন, সংলাপে আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলেছি। এ নির্বাচন হতে হবে অবশ্যই সংবিধানের আলোকে। তিনি বলেন, অনির্বাচিত কোনো সরকারের অধীনে জাপা নির্বাচন চায় না। আগের ১৯৯১, ৯৬ এবং ২০০১ সালে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে তখনকার সরকার ব্যর্থ হয়েছে। এ ছাড়া ওয়ান-ইলেভেনের অনির্বাচিত সরকার মাইনাস টু ফর্মুলায় দেশের শীর্ষ নেতাদের রাজনীতির মাঠ থেকে বিতাড়িত করতে চেয়েছে। একটি দলীয় বা জনগণের প্রতিনিধিত্বশীল সরকারের অধীনে যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে আমরা তার প্রতিশ্রুতি চাই এবং বাস্তবে তার প্রতিফলন আশা করি। একই সঙ্গে নির্বাচনকালীন সময়ের জন্য বর্তমান সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলের প্রতিনিধিদের সমন্বয়ে একটি সর্বদলীয় অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব করেছি। প্রস্তাব করেছি নির্বাচনের সময় সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েনের, বিচারিক ক্ষমতা ছাড়া। ২০০১ সালের নির্বাচনের তিক্ত অভিজ্ঞতার আলোকেই আমরা এই প্রস্তাব করেছি। তিনি বলেন, নির্বাচনে মনোনয়নপত্র দাখিল প্রক্রিয়া সহজ করার জন্য নির্বাচন কমিশনের কাছে সরকারের পক্ষ থেকেও প্রস্তাব রাখার প্রস্তাব করছি। নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে জনমনে দ্বিধা-সন্দেহ থাকায় এ প্রযুক্তিযন্ত্র আরো পরীক্ষা-নিরীক্ষার পর ব্যবহারের কথা বলেছি। প্রধানমন্ত্রীকে একটি সংস্কার কর্মসূচির প্রস্তাব দিয়েছি। তাতে প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তনের কথা বলা হয়েছে। ব্রিফিংয়ের শেষ মুহূর্তে এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা হলে সারপ্রাইজ আসতে পারে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, সুলেয়মান আলম শেঠ, আতিকুর রহমান আতিক, শফিকুল ইসলাম সেন্টু, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, ইসলামী ফ্রন্টের মহাসচিব এমএ মতিন, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু, ফখরুজ্জামান জাহাঙ্গীর, নুরুল ইসলাম নুরু, সংসদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইয়াহ ইয়াহ চৌধুরী, অধ্যাপক নুরুল ইসলাম মিলন, আমির হোসেন ভূঁইয়া, যুগ্ম মহাসচিব মোস্তাকুর রহমান মোস্তাক, দিদারুল কবির দিদার, মো. নোমান মিয়া।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১