বাংলাদেশের খবর

আপডেট : ০৬ November ২০১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে বাম জোটের সংলাপ আজ

লোগো বাম গণতান্ত্রিক জোট


প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে আজ মঙ্গলবার সংলাপে বসবেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের নেতৃত্বে বাম গণতান্ত্রিক জোট। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সন্ধ্যা সাড়ে ৭টায় এই সংলাপ অনুষ্ঠিত হবে। এর আগে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট ও সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে যুক্তফ্রন্ট এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে সম্মিলিত জাতীয় জোটের সঙ্গে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংলাপ শেষ হয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ রাজধানীর পুরানা পল্টনের সিপিবি কার্যালয় মুক্তি ভবনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র পৌঁছে দেন। সিপিবির প্রচার বিভাগের কর্মকর্তা মঞ্জুর মঈন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বাম জোটের পক্ষ থেকে বাসদের নেতা রুহিন হোসেন প্রিন্সের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ১ নভেম্বর আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসার সময় চেয়ে একটি চিঠি প্রদান করে। ওই চিঠিতে ১৬ সদস্যের প্রতিনিধিদলের নামও দেওয়া হয়- মুজাহিদুল ইসলাম সেলিম, মো. শাহ আলম, খালেকুজ্জামান, বজলুর রশীদ ফিরোজ, সাইফুল হক, আকবর খান, শুভ্রাংশু চক্রবর্তী, আলমগীর হোসেন দুলাল, জোনায়েদ সাকি, ফিরোজ আহমেদ, মোশাররফ হোসেন নান্নু, অধ্যাপক আবদুস সাত্তার, মোশরেফা মিশু, মোমিনুর রহমান বিশাল, হামিদুল হক ও রণজিৎ কুমার।

এদিকে আজ মঙ্গলবার দুপুর ২টায় গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে সংলাপে বসবে বাংলাদেশ মুসলিম লীগ। দলটির সভাপতি সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বদরুদ্দোজা সুজা, মহাসচিব কাজী আবুল খায়ের, নির্বাহী সভাপতি আবদুল আজিজ হাওলাদারের সমন্বয়ে একটি প্রতিনিধিদল অংশ নেবে। দলটির প্রচার সম্পাদক শেখ এ সবুর বিষয়টি নিশ্চিত করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১