আপডেট : ০৫ November ২০১৮
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম গুরুতর অসুস্থ। তিনি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত। এ অবস্থায় তার রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা খুবই কম। রোববার কিশোরগঞ্জে এক অনুষ্ঠানে এসব তথ্য জানিয়েছেন সৈয়দ আশরাফের ভাই সৈয়দ শাফায়াতুল ইসলাম। জনপ্রশাসনমন্ত্রী আশরাফ এখন থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত ১৮ সেপ্টেম্বর অসুস্থতার কারণে সংসদ থেকে ছুটিও নিয়েছেন তিনি। শাফায়াতুল ইসলাম বলেন, সৈয়দ আশরাফুল ইসলাম গুরুতর অসুস্থ। তিনি ফুসফুসের ক্যানসারে ভুগছেন। তিনি পরিবারের সদস্যসহ কাউকে চিনতে পারছেন না। এমন পরিস্থিতিতে এ সময়ে তার রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা খুবই কম। আমরা এখন রাজনীতি নয়, তার চিকিৎসার দিকেই বেশি গুরুত্ব দিচ্ছি।” সৈয়দ আশরাফ দ্রুত সুস্থ হয়ে রাজনীতিতে ফিরে আসছেন এমন তথ্য ঠিক নয় বলে জানান শাফায়াত। তাকে নিয়ে অহেতুক গুজব না ছড়িয়ে তার জন্য দোয়া করতে সবার প্রতি অনুরোধ করেন তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১