আপডেট : ০৫ November ২০১৮
নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। আজ সোমবার বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বৈঠকটি শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদাসহ অপর চার কমিশনার— মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী বৈঠকে উপস্থিত আছেন। এছাড়া নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদও উপস্থিত আছেন বৈঠকে। জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে জেএসডি সভাপতি আসম আবদুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ উপস্থিত আছেন বৈঠকে। গত বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ক্ষমতাসীন জোটের নেতাদের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের সংলাপ অনুষ্ঠিত হয়। এরপর গত ৩ নভেম্বর ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন এক চিঠিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে সংলাপ শেষ না হওয়া পর্যন্ত তফসিল ঘোষণা করা থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১