আপডেট : ০৫ November ২০১৮
গোপালগঞ্জের কাশিয়ানীতে শ্বশুরবাড়ীতে থেকে কাজী আরিফ হোসেন (৪০) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার ঘোনাপাড়া বাজার সংলগ্ন কলেজ শিক্ষক ইবাদুল ইসলামের বাড়ী থেকে কাশিয়ানী থানা পুলিশ এ লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্ত্রী আফরোজা ইসলাম কেয়া (৩০) ও শ্বশুর ইবাদুল ইসলামকে (৫৫) আটক করেছে পুলিশ। নিহত আরিফ হোসেন গোপালগঞ্জ শহরের গেটপাড়ার মৃত মজিবর রহমান কাজীর ছেলে। নিহত আরিফ কাজী ঠিকাদারী ব্যবসায়ী করতেন বলে জানা গেছে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। নিহত কাজী আরিফ হোসেনের স্ত্রী আফরোজা ইসলাম কেয়া বলেন, ‘রোববার গভীর রাতে তার স্বামী আহত ও অসুস্থ অবস্থায় আমাদের বাড়িতে এসে দরজার কড়া নাড়ে। এ সময় সে তার পরিচয় দিলে আমি ঘরের দরজা খুলে দেই। একপর্যায় ঘরের মধ্যে প্রবেশ করেই সে মেঝেতে লুটিয়ে পড়ে। মঙ্গলবার ভোরে সে মারা যান। তিনি জানান, গত ৮ বছর আগে তাদের বিয়ে হয়। আরিফ মাদকাসক্ত ছিল। যার কারণে বিয়ের পর থেকে তাদের মধ্যে সম্পর্ক ভাল ছিল না। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহকে কেন্দ্র করে এ হত্যাকান্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে ময়নাতদন্ত না রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও পুলিশের ওই কর্মকর্তা জানিয়েছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১