আপডেট : ০৫ November ২০১৮
সব দলের সঙ্গে ধারাবাহিক সংলাপ শেষে আগামী ৮ বা ৯ নভেম্বর সংলাপ নিয়ে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সোমবার সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। কাদের বলেন, দল ও জোটের সাথে সংলাপের সার সংক্ষেপ তৈরি করতে তিনজনকে দায়িত্ব দেয়া হয়েছে। আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নিয়ে সংবাদ সম্মেলন করবেন। দ্বিতীয় দফায় ঐক্যফ্রন্টের সাথে আলোচনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাদের বলেন, সংবিধান অনুযায়ী যদি সংসদ ভেঙ্গে দেয়ার প্রস্তাব তারা করে সেটা নিয়েও আলোচনা হবে। তবে, এসব নিয়ে সরকার কোনো চাপ অনুভব করছে না। তিনি বলেন, ঐক্যফ্রন্ট আজই (সোমবার) নাম পাঠাবে। যেহেতু ছোট পরিসর, তালিকা ওরকমই হবে। সেটা দেখে আমাদেরটা ঠিক হবে। আলোচনার পরিসরও ছোট হবে কিনা তা এখনই বলা সম্ভব না। এর আগে গত ১ নভেম্বর রাতে শেখ হাসিনার সঙ্গে ঐক্যফ্রন্টের নেতাদের সাড়ে তিন ঘণ্টা সংলাপ হয়। সংলাপ ফলপ্রসূ আলোচনা না হওয়ায় আবারও সংলাপে বসতে চেয়ে রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর চিঠি পাঠায় জাতীয় ঐক্যফ্রন্ট। এদিকে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের দ্বিতীয় সংলাপ শুরু হবে গণভবনে আগামী বুধবার (৭ নভেম্বর) বেলা ১১টায়।
এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিকল্পধারা বাংলাদেশ-এর সভাপতি, সাবেক রাষ্ট্রপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে যুক্তফ্রন্টের বৈঠক হয় ২ নভেম্বর গণভবনে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১