বাংলাদেশের খবর

আপডেট : ০৫ November ২০১৮

এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম

মো. শফিকুল ইসলাম ভরসা সংগৃহীত ছবি


ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন মো. শফিকুল ইসলাম ভরসা। তিনি সংগঠনটির একজন পরিচালক।

গতকাল রোববার এফবিসিসিআইয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংগঠনটি জানায়, বর্তমান সভাপতি ও সহ-সভাপতির অনুপস্থিতিতে মো. শফিকুল ইসলাম ভরসা ৪ নভেম্বর থেকে এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন।

শফিকুল ইসলাম দেশের একজন উল্লেখযোগ্য করদাতা। ২০০৮ সালে তিনি জাতীয় রাজস্ব বোর্ডের ‘সেরা করদাতা’ নির্বাচিত হয়েছিলেন। এ ছাড়া তিনি বেশ কয়েক বছর ‘কমার্শিয়ালি ইমপর্টেন্ট পারসন’ (সিআইপি) নির্বাচিত হয়েছেন।

ভরসা বাংলাদেশ পেপার ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে এফবিসিসিআইয়ের একজন পরিচালক। দীর্ঘ সময় তিনি পেপার আমদানি এবং ট্রেডিং ব্যবসায় জড়িত।

শফিকুল ইসলাম ‘ভরসা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের’পরিচালক। এ ছাড়া তিনি ‘ভরসা কনজ্যুমার প্রডাক্টস’ নামেও ব্যবসা পরিচালনা করছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১