আপডেট : ০৫ November ২০১৮
কুষ্টিয়ার ভেড়ামারায় দুই দল মাদক বিক্রেতার মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে পুলিশ। রোববার দিবাগত রাত দুইটার দিকে ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের জিকের সেচ প্রকল্পের চার-পাঁচ নম্বর সেতুর মাঝখানে এ ঘটনা ঘটে। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করেছে। ওসি বলেন, রাত দেড়টার দিকে পুলিশ জানতে পারে, সেতু এলাকায় দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি হচ্ছে। এ সময় পুলিশের একটি দল সেখানে গেলে তারা পুলিশের ওপর চড়াও হয়। আধা ঘণ্টা ‘বন্দুকযুদ্ধ’ চলার পর মাদক ব্যবসায়ীরা পালিয়ে যান। সেখানে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১