বাংলাদেশের খবর

আপডেট : ০৫ November ২০১৮

২০২০ সালে আসছে ফাইভজি আইফোন


বিশ্ব জুড়েই চলছে ফাইভজি উন্মাদনা। এরই মধ্যে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন উন্নত দেশে ফাইভজি নেটওয়ার্ক স্থাপনের কাজ শুরু হয়েছে। আগামী বছরের শেষ নাগাদ বাজারে আসবে প্রথম ফাইভজি স্মার্টফোন। শুরুতে না আনলেও ঠিক পরের বছরই ফাইভজি সমর্থিত আইফোন বাজারে আনবে অ্যাপল। একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে ব্যবসাবিষয়ক সাময়িকী ফাস্ট কোম্পানি এ তথ্য প্রকাশ করেছে।

ফাস্ট কোম্পানির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের স্মার্টফোনে ইন্টেল ৮১৬১ ফাইভজি চিপ ব্যবহার করতে আগ্রহী অ্যাপল। বর্তমানে প্রোটোটাইপ ফাইভজি ডিভাইসে ৮০৬০ চিপ নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। তবে এই চিপে ফোন গরম হয়ে যাওয়ার সমস্যা রয়েছে। এছাড়া ব্যাটারি লাইফ কম হওয়ারও একটি সম্ভাবনা রয়েছে এ চিপে। বর্তমানে ইন্টেল ছাড়াও মিডিয়াটেকের সঙ্গে ফাইভজি চিপ নিয়ে কাজ করছে অ্যাপল। কোনো কারণে ইন্টেল পর্যাপ্ত পরিমাণে ফাইভজি চিপ সরবরাহ করতে না পারলে মিডিয়াটেকের কাছ থেকেও চিপ কিনতে পারে অ্যাপল।

যারা ধারণা করছিলেন অ্যাপল খুব দ্রুতই ফাইভজি প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে স্মার্টফোন বাজারে আনবে, তাদের জন্য এ খবর কিছুটা হতাশাজনক। ফাস্ট কোম্পানির এ প্রতিবেদন বিষয়ে অ্যাপল অবশ্য কোনো মন্তব্য করেনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১