আপডেট : ০৪ November ২০১৮
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি নাশকতার পরিকল্পনার মামলায় আত্নসমর্পন করে জামিনের জন্যে আদালতে হাজির হয়ে সখীপুর উপজেলার সাত বিএনপি নেতা গ্রেফতার হয়েছেন। রোববার দুপুরে টাঙ্গাইল আদালতে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সাজু দলীয় নেতাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন- সখীপুর পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ছবুর রেজা, যুবদলের সভাপতি তোফাজ্জল হোসেন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পাভেল তালুকদার, পৌর যুবদলের সভাপতি কামরুল হাসান, যাদবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আকবর হোসেন। এর আগে গত ২ নভেম্বর সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বাদী হয়ে বিএনপির ১২ নেতার বিরুদ্ধে মামলা করেন। ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে পৌর ছাত্রদলের সভাপতি মোরশেদ আলম সুমন এবং ছাত্রদলকর্মী রিপন আহমেদকে গ্রেফতার করে। মামলায় অজ্ঞাত আরো ২৫ জনকে আসামি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সখীপুর থানার ওসি এসএম তুহিন আলী বলেন, ‘গ্রেফতারকৃতদের নামে নাশকতার পরিকল্পনার মামলা রয়েছে’।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১