বাংলাদেশের খবর

আপডেট : ০৪ November ২০১৮

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত : মাইক্রোবাস চালক আটক

মানচিত্রে বাগেরহাট সংগৃহীত ছবি


বাগেরহাটের রামপালে সড়ক দূর্ঘটনায় পলাশ শেখ (৪২) নামে এক ঘের ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার সকালে বাগেরহাট-মংলা মহাসড়কের রামপাল উপজেলার সোনাতুনিয়া এলাকায় একটি মাইক্রোবাসের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। পলাশ শেখ রামপাল উপজেলার সোনাতুনিয়া গ্রামের মৃত শহীদ শেখের ছেলে। পলাশের মরদেহ উদ্ধার করে  ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

মাইক্রোবাসটি বেসরকারি ওমেরা পেট্রোলিয়ামের মংলা বন্দর এলাকায় অবস্থিত কার্যালয়ে কর্মরতদের যাতায়াত কাজে ব্যবহ্নত হয়।

কাটাখালি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মলয়েন্দ্র নাথ রায় জানান, স্থানীয় ঘের মালিক পলাশ শেখ তার মাছের ঘের থেকে মোটর সাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন। এ সময় পলাশ রাস্তা পার হতে গেলে মংলা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা মাইক্রোবাসটি তাকে ধাক্কা দেয়। মাইক্রোবাসের ধাক্কায় পলাশ ঘটনাস্থলেই মারা যান। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে এবং মাইক্রোবাসসহ চালক আমির হোসেনকে আটক করেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১