আপডেট : ০৪ November ২০১৮
কে এম আনিছুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরায় সদর উপজেলার অসহায় প্রতিবন্ধী (সুবর্ণ নাগরিক) ব্যক্তিদের মাঝে অত্যাধুনিক হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। রোববার সকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা চত্বরে প্রধান অতিথি হিসেবে এ হুইল চেয়ার বিতরণ করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. রোকনুজ্জামান, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমজাদ হোসেন, সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম, যুবলীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন প্রমুখ। এ সময় সদর উপজেলার ১৩ জন প্রতিবন্ধীর মাঝে অত্যাধুনিক হুইল চেয়ার বিতরণ করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১