আপডেট : ০৪ November ২০১৮
বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় ট্রেইনি রিক্রুট কনস্টবলদের (টিআরসি) ১৬২ তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন, অভিবাদন গ্রহণ এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ নাজিবুর রহমান, এনডিসি। কুচকাওয়াজে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার কে এইচ এম এরশাদ। ছয় মাস মেয়াদী এই মৌলিক প্রশিক্ষণে ৫৪৬ জন টিআরসি অংশ গ্রহণ করেন। বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন মাসকেট্টিতে শাহারিয়ার হাসান, প্যারেডে রিপন হোসেন, পিটিতে উজ্জল মিয়া, আইন বিষয়ে রাজু আহমেদ এবং সকল বিষয়ে শ্রী সুজন চন্দ্র। পরিশেষে প্রধান অতিথি নবীন পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিক নিদের্শনা মূলক বক্তব্য প্রদান করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১