বাংলাদেশের খবর

আপডেট : ০৪ November ২০১৮

গলাচিপায় সরকারি অফিস লক্ষ্য করে ককটেল বোমা হামলা, থানায় মামলা


পটুয়াখালীর গলাচিপা উপজেলা শহরে গতকাল শনিবার রাতে দুইটি ককটেল বোমার বিস্ফোরণ ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধার করেছে।

পুলিশ জানিয়েছে, সরকারি অফিস লক্ষ্য করে এ বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা হলেও কেউ গ্রেফতার হয়নি।

পুলিশ জানায়, গলাচিপা পৌর শহরের সামুদাবাদ সড়কের সাব রেজিস্টার দফতর লক্ষ্য করে রাত সাড়ে দশটার দিকে এ ককটেল বোমার বিস্ফোরণ ঘটানো হয়। ককটেল বোমার বিকট শব্দে আশেপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ককটেল বোমা দু'টি লক্ষ্যচ্যুতি হওয়ায় কোনো হতাহত বা সরকারি সাব রেজিস্টার দফতরের ক্ষতি হয়নি বলে পুলিশ জানিয়েছে।

এ  ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি অবিস্ফোরিত পেট্রোল বোমা জব্দ করেছে। পুলিশ জানায়, পেট্রোল বোমা দুটি পরীক্ষা-নিরীক্ষার জন্য সংক্ষণ করা হয়েছে।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ জানান, জামাত শিবিরের ভাড়াটে সন্ত্রাসীরা সরকাররি দফতর লক্ষ্য করে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে এ ঘটনা ঘটিয়েছে।

তিনি  জানান, এ ঘটনায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০ থেকে ৪৫ জনকে আসামি করে পুলিশ বাদী হয়ে রাতেই থানায় একটি মামলা রেকর্ড করেছে। তবে কাউকে গ্রেফতার করা যায়নি।

আখতার মোর্শেদ বলেন, স্থানীয় লোকজন ঘটনার সঙ্গে জড়িতদের ঘটনার আগে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখেছে। তার ভিত্তিতে সংশ্লিষ্টদের চিহ্নিত করা হয়েছে। বড় ধরনের নাশকতা ঘটানো সন্ত্রাসীদের লক্ষ্য ছিল।

ঘটনার পর পুলিশের ঊর্ধতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয়দের মধ্যে চাপা আতঙ্ক বিরাজ করছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১