বাংলাদেশের খবর

আপডেট : ০৪ November ২০১৮

গোয়ালন্দে কৃষক ও ক্ষতিগ্রস্থদের মাঝে সরকারী অনুদান বিতরণ


রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্ত্বরে আজ রবিবার দুপুরে উপজেলার দুস্থ কৃষকদের মধ্যে সরকারী অনুদানের পাওয়ার ট্রিলার সিডার মেশিন, সার ও বীজ, বন্যা ও প্রকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।

উপজেলা ইউএনও অফিস কার্যালয় সুত্রে জানা গেছে, বিতরণকৃত অনুদানের মধ্যে রয়েছে ৫০ শতাংশ ভর্তুকিতে ১ লক্ষ ৯০ হাজার টাকা মূল্যমানের ৫টি পাওয়ার ট্রিলার সিডার মেশিন, ৫শ জন কৃষককে ২ কেজি করে ভুট্টা বীজ, ২০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার। এ ছাড়া বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ৪৩ জনকে ১ বান্ডিল করে ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা করে বিতরণ করা হয়। এ সময় প্রতিমন্ত্রী তার ব্যক্তিগত তহবিল হতে উপজেলা ১৭টি পুজা মন্ডপের সংশ্লিষ্টদের হাতে ৫ হাজার টাকা করে অনুদান তুলে দেন।

উপজেলা হলরুমে এ উপলক্ষ্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুবুর রাব্বানী, উপজেলা কৃষি অফিসার শিকদার মো. মোহায়মেন আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইদ মন্ডল উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মন্ডল, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান আতর আলী সরদার প্রমূখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১