আপডেট : ০৪ November ২০১৮
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে পারে। আজ রোববার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, এর আগে ৩০ টির মতো মামলায় জামিন পেয়েছেন খালেদা জিয়া। দুর্নীতি মামলায় তার সাজা হয়েছে। এখন বিএনপি যদি তার চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি চায় তাহলে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে হবে। ওবায়দুল কাদের আরো বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা আমরা করিনি। তার সাজাও সরকার দেয় নি। আদালত সাজা দিয়েছে। তার মুক্তির বিষয়টি আদালতের এখতিয়ার। সে এখতিয়ার সরকারের নয়। সংলাপের ওপর গুরুত্বারোপ করে ওবায়দুল কাদের বলেন, ছোট পরিসরে ঐক্যফ্রন্টের সঙ্গে আরও আলোচনা হতে পারে। এক বৈঠকে তো আর বরফ গলে না। বহুদিন ধরে এ বরফ জমেছে। এটি সহজেই গলে যায় না। তবে আলোচনার জন্য সময় বেশি নেওয়া ঠিক হবে না। ৭ তারিখের পর সংলাপ হবে কি না এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমরা ৭ তারিখের পর যেতে চাইছি না। কারণ বাংলাদেশে রাজনৈতিক দল ২০০ কাছাকাছি। এর মধ্যে আলোচনাতো অনেকেই করতে চায়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১