বাংলাদেশের খবর

আপডেট : ০৪ November ২০১৮

আমাদের সুযোগ দিন, আমূল পরিবর্তন হবে : আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্

হাজীগঞ্জে নির্বাচনী শোডাউনে জনসাধারণের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান পীরে কামেল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী। ছবি : বাংলাদেশের খবর


হাজীগঞ্জ-শাহারাস্তি নির্বাচনী এলাকার হাজীগঞ্জ উপজেলায় বিশাল শোডাউন করেছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান পীরে কামেল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী। শনিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক হোন্ডা ও মিনি ট্রাক নিয়ে নির্বাচিনী এ শোডাউন করেন তিনি।

শোডাউনের পাশাপাশি উপজেলার বিভিন্ন বাজারে সংক্ষিপ্ত পথ সভা করেন, আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী। এ সময় তিনি উপজেলার সর্বস্তরের জনসাধারণের সাথে দেখা করেন এবং দলীয় প্রতীক চেয়ার মার্কায় ভোট প্রার্থনা করেন।

শোডাউনকালীন বিভিন্ন পথসভায় আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কর্ম-পরিকল্পনা নির্ধারণ করেছি আমরা। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত ও উন্নয়নের ধারাবাহিকতা অব্যহৃত রাখতে আমাদের দল অতীতের ন্যায় মহাজোটের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে।

তিনি আরো বলেন, মাদকের করাল গ্রাসে যুব সমাজ ধ্বংসের পথে। দূর্ণীতির মাধ্যমে বিভিন্ন দলের গুটি কয়েক নেতা রাতারাতি অঢেল সম্পদের মালিক হয়ে গেছে। আমাদের সুযোগ দিন, আমূল পরিবর্তন হবে। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ক্ষমতায় গেলে হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলায় দূর্নীতি ও মাদকের মূল উৎপাটন করা হবে। নারী ও ধর্মীয় শিক্ষার প্রসার, ঘরে ঘরে চাকুরীর ব্যবস্থা এবং হাজীগঞ্জ শাহরাস্তিতে শিল্পাঞ্চল গড়ে তোলার চেষ্টা করা হবে।

শোডাউনে সৈয়দ আলমগীর শাহ্, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির শ্রম ও কৃষি বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী নকশেবন্দী, হাজীগঞ্জ উপজেলা সভাপতি জাকির হোসেন মিয়াজী, সহ-সভাপতি মঞ্জুর আলম পাটওয়ারী, পৌর সভাপতি মাও. মাহমুদ শাহ মোজাদ্দেদী, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আজাদসহ অন্যান্য কেন্দ্রীয় ও হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলার কয়েক সহ¯্রাধীক নেতা-কর্মী সমর্থকগণ উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১