বাংলাদেশের খবর

আপডেট : ০৪ November ২০১৮

দর বাড়ার শীর্ষে সায়হাম কটন মিলস

সায়হাম কটন মিলস ছবি : ইন্টারনেট


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে সর্বোচ্চ দর বাড়া দশ কোম্পানির তালিকার শীর্ষে উঠে এসেছে সায়হাম কটন মিলস লিমিটেড। এ সময় কোম্পানির শেয়ার দর বেড়েছে ৪২ দশমিক ৩ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৪ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ২১ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইনটেক লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ৩২ দশমিক ১৪ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১০ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ৫৪ কোটি ২৪ লাখ টাকার শেয়ার। তালিকার তৃতীয় স্থানে থাকা কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ার দর বেড়েছে ২৯ দশমিক ২৮ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ১২ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, আলিফ ইন্ডাস্ট্রিজ, লিবরা ইনফিউশন, এমএল ডাইং, রিজেন্ট টেক্সটাইল মিলস ও ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১